রাবি চিকিৎসা কেন্দ্রে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্র উপদেষ্টা কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক মোঃ সুলতান-উল-ইসলাম সোমবার (১৪ নভেম্বর) দুপুরে প্রধান চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসক ও টেকনিসিয়ানদের সাথে আলোচনা সভায় মিলিত হন।

এসময় উপ-উপাচার্য চিকিৎসা কেন্দ্রের সীমাবদ্ধতাসমূহ কাটিয়ে বর্তমান সুবিধাদির যথাযথ ব্যবহার নিশ্চিত করে এর সেবার মান বাড়ানো এবং একে আরো সেবা গ্রহীতা বান্ধব করার বিষয়ে আলোচনা করেন।

উপ-উপাচার্য কেন্দ্রের উন্নয়নে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের জন্যও নির্দেশনা দেন। সেখানে অন্যদের মধ্যে রাবি প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা উপস্থিত ছিলেন।