রাবি জাতীয়তাবাদী সহায়ক কর্মচারীদের মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত 


রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী সহায়ক কর্মচারীদের (তৃতীয় শ্রেণি) উদ্যোগে মতবিনিময় সভা ও বিএনপি নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া সংলগ্ন জিমনেশিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. মজনু আলম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরাম কর্তৃক মতবিনিময় সভা ও জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় আমরা দোয়া মাহফিল আয়োজন করেছি। বৈষম্যবিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে সরানো হয়েছে। তবে আমাদের ক্যাম্পাস থেকে এখনো পুরোপুরি বৈষম্য দূর হয়নি। এই বৈষম্য দূর করার লক্ষ্যে আমরা সাধারণ কর্মচারীরা একটা শক্তিশালী কমিটি গঠন করতে যাচ্ছি। প্রশাসনের কাছে আমরা যেন আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি এজন্য আমাদের সহায়ক কর্মচারী ভাইদের নিয়ে প্রত্যেকটি দপ্তরে আমরা যাচ্ছি।
সভায় সঞ্চালনা করেন শুকুর আলী, তিনি বলেন, যারা আন্দোলনে আহত হয়ে বিছানায় আছে তাদের সুস্থতা কামনা করছি। দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ এখন নিশ্বাস ছেড়ে মনখুলে কথা বলতে পারছে। আমরা সাধারণ কর্মচারীরা চাই সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে। তাই আজ আমাদের এই আয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন, আজাহার আলী, রেজাউল করিম, আব্দুস সাত্তার, সাইদুর রহমান, বাবু, আহমদ হোসেন, ফরিদুল ইসলাম, শামিম, শহিদুল ইসলাম বাবু-সহ অর্ধশতাধিক কর্মচারী।