রাবি পরিস্থিতিতে কর্তৃপক্ষের তৎপরতা


প্রেস বিজ্ঞপ্তিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ও ক্যাম্পাসে বিরাজমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ সুলতান-উল-ইসলাম সোমবার দুপুরে আবাসিক হল প্রাধ্যক্ষ এবং প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার সাথে আলোচনা করেন। সেখানে উদ্ভূত পরিস্থিতি নিরসন ও স্বাভাবিক অবস্থা বজায় রাখার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা প্রদানে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। ছাত্র-উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডি এবং হল প্রশাসন সংশ্লিষ্ট পরিস্থিতি মোকাবিলায় সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।