রামেবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্যের পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান, রাজাশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া-মোনাজাত করা হয়।

বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন। ৭৫ পরবর্তী দীর্ঘ সময় বাংলাদেশে এ দিবসটি পালন করা হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ দিনটি পালন করা হয়।

রাজাশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাঃ আনোয়ারুল কাদেরর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা মোঃ আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার, ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুম মুনিরসহ মেেিকল বিশ্ব বিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।