
দোকানটিতে বাহারি রঙের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতারা তাদের পছন্দমতো কাপড় দেখছেন। কেউবা শাড়ি, জুতা, কসমেটিক্সের বিভিন্ন ব্যবহারি পণ্য ক্রয় করে নিয়ে যাচ্ছেন।
এদিকে উপজেলার হাটপাঙ্গাসী অলফ্যাশনের প্রতিস্ঠাতা আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন জানান, রমজানের প্রথমদিকে বেচাকেনার অবস্হা খুবই খারাপ ছিল। ভেবে ছিলাম এবার পোশাকের বেচাকেনা খুব একটা ভালো হবে না। তবে আল্লাহর রহমতে গত ১৮ ই রমজান থেকে বেচাকেনা মোটামুটি ভালোই হচ্ছে।
এখন শিশু ও নারীদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। ইচ্ছে করলে আপনিও চলে আসতে পারেন, উপজেলার হাটপাঙ্গাসী বাজার নাহিদ নিউ মার্কেটে অবস্হিত মেসার্স ওয়ান ইন অলফ্যাশনে। হাটপাঙ্গাসী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।