মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী টু হাটপাঙ্গাসী আঞ্চলিক সড়কের মিরের দেউলমূড়া মোঃ আব্দুল হাই ও সাজাহান আলীর বাড়ির সংলগ্ন সংস্কারের অভাবে মাত্র একশত ফুট রাস্তার বেহাল দশা হয়ে পড়েছে। ফলে এলাকার জনসাধারণের চলাচলের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত অটোভ্যান, সিএনজি সহ বিভিন্ন ধরনের যানবাহন ও এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। পুরো রাস্তা ভালো থাকলেও মাঝখানের সামন্য রাস্তায় বেশ বড় বড় গর্তের সৃস্টি হয়েছে। একটু বৃস্টি হলেই জমে হাঁটু পানি।
অধিকাংশ সময়ে এই সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় পথচারীদের। এমতাবস্হায় উক্ত সামান্যতম রাস্তাটুক সংস্কার করার জন্য উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু ও স্হানীয় ইউপি মেম্বর মোঃ সাইফুল ইসলাম সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট জোড়দাবি জানিয়েছেন অত্র এলাকার জনসাধারণ।