রাসিকের উচেছদ অভিযান অব্যাহত: ৫টি মামলা দায়ের


নিজস্ব প্রতিবেদক: সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

 

নগর ভবন গেট হতে নিউমার্কেট, গণকপাড়া, জিরোপয়েন্ট, আলুপট্টি থেকে সোনাদিঘী হয়ে সিএন্ডবি মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশের ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর ১৮নং ওয়ার্ডে শালবাগান ও ১৯নং ওয়ার্ডে ২টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে ৫টি মামলা দায়ের করে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।

 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।