স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় চলমান উন্নয়ন কর্মকান্ড জোরদার ও দ্রুত গতিতে সম্পন্ন করতে প্রকৌশলীদের নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিরর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিরর রজব আলী, প্যানেল মেয়র তাহেরা খাতুন মিলি, ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) সামসুদ্দিন হায়দার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।