বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীবৃন্দ। বুধবার বিকেলে মতবিনিময় সভার শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর (উত্তর-পশ্চিমাঞ্চল) প্রধান প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম।
এ সময় পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান অঙ্কুর, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রিফাত করিম, উপ-সহকারী প্রকৌশলী আবু হুরায়রা প্রমুখ।
সভায় রাজশাহী সিটি করপোরেশনের পক্ষের প্রধান প্রকৌশলী নূর ইসলাম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী(উন্নয়ন) আসিফুল হাবিব ও অনন্য ইসলাম নির্ঝর, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত, স্থপতি গৌরব দে, নগর পরিকল্পনাবিদ বনি আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।