নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানকে নিয়ে আঁকা একটি ছবি উপহার প্রদান করেছেন শিল্পী শাখাওয়াত তমাল। রবিবার দুপুরে রাসিক মেয়রের হাতে ছবিটি তুলে দেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আরেফিনের সন্তান শিল্পী শাখাওয়াত তমাল। এ সময় মেয়র তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
শিল্পী শাখাওয়াত তমাল জানান, ৩রা নভেম্বর জেল হত্যা দিবস-২০২০ উপলক্ষ্যে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর ছবিটি এঁকেছেন তিনি। ছবিটি শহীদ কামারুজ্জামানের পুত্র রাসিক মেয়রের হাতে তুলে দিতে পেরে আনন্দিত তিনি।
ছবিটি প্রদানকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য এ্যাড. শামসুন্নাহার মুক্তি, সাইমুম আরেফিন উপস্থিত ছিলেন।