নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে ১৭ জানুয়ারি ২০২১ রবিবার নগরভবনে মেয়র দপ্তরকক্ষে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইদ্রিছ (অতিরিক্ত দায়িত্ব)।
সৌজন্য সাক্ষাৎকালে রাকাব প্রতিনিধি দলে ছিলেন- ব্যাংকের হিসাব আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস, রাকাব অফিসার্স এ্যাসোসিয়েশন সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি মোঃ শওকত শহীদ, রাকাব কর্মচারী সংসদের প্রেসিডেন্ট এসএস আব্দুল হান্নান, জেনারেল সেক্রেটারি আবু নাঈম মোঃ ফজলে রাব্বী এবং সেন্ট্রাল কমিটির দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার সাদাৎ রনি।
শুভেচ্ছা বিনিময়কালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থের খোঁজ-খবর নেন এবং মেয়র সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।