রাসিক মেয়রের সাথে সোনালী ব্যাংকের জিএম এর সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোনালী ব্যাংক রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মীর হোসেন মোহাঃ জাহিদ। মঙ্গলবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন ও ডায়েরি ও ক্যালেন্ডার প্রদান করেন তিনি।

এ সময় সোনালী ব্যাংক রাজশাহীর এজিএম মোর্শেদ ইমাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহমুদুন্নবী, প্রিন্সিপাল অফিসার মতিবুর রহমান, সিনিয়র অফিসার গোলাম মাহমুদ নয়ন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।