ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হন তাঁরা। সভায় রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।