প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর। সোমবার বিকেল সাড়ে তিনটায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এ সময় মেয়র মহোয়দ নতুন বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে রাজশাহী শিল্পায়ন, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন তারা।
সাক্ষাৎকালে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।