রাসিক মেয়র লিটনের সাথে রাকাবের ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ। রবিবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং ক্যালেন্ডার উপহার দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মোঃ কামিল বুরহান ফিরদৌস, বিভাগীয় প্রধান (ঋণ ও অগ্রীম বিভাগ-১) শওকত শহীদুল ইসলাম, রাকাব সিবিএ সভাপতি এসএম আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ ফজলে রাব্বী।