প্রেস বিজ্ঞপ্তিঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৪ আগষ্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল ক্লাশ শুরু হবে। এই লক্ষ্যে আগামী ২০ আগষ্ট শিক্ষার্থীদের জন্য রুয়েটের সকল আবাসিক হল খুলে দেয়া হবে। প্রেস
শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থানকালে সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখা এবং রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যে রুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্রদের সকল ধরণের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও রুয়েট প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।