ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ রাতে মাঠে নামছে পর্তুগাল। তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গিয়ে টেবিলে কোমল পানীয়র বোতল দেখেই তা সরিয়ে ফেলেন দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ভক্তদের পরামর্শ দিলেন, কোকা কোলা নয় পানি খান।
গোল ডটকমের খবরে জানা যায়, রোনালদো চেয়ারে বসে প্রথমেই সরিয়ে দেন দুটি কোমল পানীয়র বোতল। পরে পানির বোতল হাতে তুলে নিয়ে সবার উদ্দেশ্য সেটি তুলে ধরেন বলেন ‘পানি খান’।
সাংবাদ সম্মেলনের এমন ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোসও হাজির ছিলেন সাংবাদ সম্মেলনে। তিনি অবশ্য কোমল পানীয়র বোতল সরিয়ে নেননি নিজের সামনে থেকে।
ইউরোর অন্যতম স্পন্সর কোকা-কোলা। এখন দেখার বিষয়, টুর্নামেন্টের স্পন্সর বিরোধী এমন আচরণের জন্য উয়েফা রোনালদোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না।
পর্তুগাল গতবারের চ্যাম্পিয়ন। এবার তারা সাফল্য পায় কি না, সেটাই দেখার।