রোমানিয়া বাংলাদেশ থেকে ৫ হাজার কর্মী নেবে : পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোমানিয়া বাংলাদেশ থেকে ৫ হাজার কর্মী নেবে। সচিবালয়ের নিজ দপ্তরে আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের একটি কনস্যুলার টিম তিন মাসের জন্য আগামী মার্চ মাসে ঢাকায় আসবে। তারা তিন হাজার চারশ মূলতবি ভিসাসহ ৫ হাজার ভিসা ইস্যু করবে।

মন্ত্রী আরও বলেন, রোমানিয়া প্রথমবারের মতো এ ধরনের একটি কনস্যুলার টিম বিদেশে পাঠাচ্ছে। কনস্যুলার টিমকে আমরা সব ধরনের সহায়তা প্রদান করবো।

প্রসঙ্গত, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে।