রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘মাস্ক পড়ুন সেবা নিন, মাস্ক পড়তে উৎসাহিত করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরের দিকে রৌমারী থানার আয়োজনে থানার মোড়, শাপলা চত্বর, হাসপাতাল গেট ও উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার দরিদ্র, ভ্যান ও অটোভ্যান চালকের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, তদন্ত (ওসি) এম আর সাঈদ সহ থানার সকল সদস্যবৃন্দ।