রৌমারী-রাজিবপুরের কৃষকদের বিনামূল্যে সার বীজ বিতরণ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বর্তমান দেশের কৃষিবান্দব সরকার মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আপ্রাণ প্রচেষ্টার প্রতিফলন ক্ষদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে প্রণোদনা পাচ্ছেন। রৌমারী উপজেলার প্রান্তিক ৪ হাজার কৃষক বিনামূল্যে সার-বীজ পেয়ে আনন্দে ভোরে গেছে বুক। পাশাপাশি চর রাজিবপুর উপজেলার ২ হাজার প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বিভিন্ন জাতের উন্নত মানের বীজ সার পেয়ে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে তারা। ক্ষদ্র – প্রান্তিক কৃষকরা বিনামূল্যে পেয়েছেন সার-ভোট্রা-গম-সরিষা-বাদামসহ বিভিন্ন জাতের ভালো মানে বীজ।

কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনা বিতরণী শুভ উদ্বোধণে উপস্তিতি ছিলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা আকতার সৃতি।রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরী- কৃষি অফিসের উপসহকারি কৃষি অফিসার মাহি ছারওয়ার হোসেন সুমন,তুফায়েল হোসেন, আবুল হাসেম,আফছার আলী আঙ্গর, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বাংলা টিভির প্রতিনিধিঃ মাজহারুল ইসলামসহ আরো অনেকেই।

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরী- এসময় কৃষি কর্মকর্তা জানান আমাদের সরকার একজন কৃষিবান্দব সরকার কৃষকদের যথাসময় সহযোগিতা করছেন। এবং চলতি মৌসুমে ৪ হাজার কৃষক প্রণোদনার আওতায় এনে প্রণোদনা দেওয়া হচ্ছে সামনে আবার বোরোর বীজ আসছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবেন বলে আশা করছি।