স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মধ্যে (র্যাবে) সব সময়ই সংস্কার ও আধুনিকায়ন হচ্ছে। এখন যাঁরা অন্যায় করছেন, র্যাব বা পুলিশ যেই হোক, অপরাধমূলক কর্মকাণ্ড করলে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। জেলখানায় গেলে দেখতে পাবেন, কত পুলিশ বা র্যাব সদস্য জেল খাটছেন। অপরাধ করলে আমরা কাউকে ছাড় দিচ্ছি না।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকেদর প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এর আগে গতকাল শনিবার র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে র্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। কারণ, আমরা এমন কোনো কাজ করছি না, যাতে র্যাবকে সংস্কার করতে হবে।’
র্যাব মহাপরিচালকের এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা র্যাবে সব সময় সংস্কার করছি। সব সময় আধুনিকায়ন করছি। যেটাই প্রয়োজন হচ্ছে, সেটাই করছি।’
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র্যাব একটি এলিট ফোর্স। র্যাবকে বিশেষ কিছু দায়িত্ব আমরা দিয়ে থাকি। র্যাব তার নীতিমালা অনুযায়ী কাজ করে থাকে। আমাদের কাছে যে রিপোর্ট এসেছে, সেগুলো পর্যালোচনা করছি। যদি সম্পৃক্ততা থাকে, সেগুলো আমরা দেখছি। যুক্তরাষ্ট্র যে রিপোর্ট দিয়েছে, এগুলো চেক করে দেখছি। এগুলোতে ভুলভ্রান্তি থাকলে অবশ্যই দেখব।’