প্রতিনিধি, লালপুর (নাটোর) : করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে না চলায় ও মাস্ক ব্যবহার না করার জন্য নাটোরের লালপুরে ৭ জনের অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এর ভ্রাম্যমান আদালত লালপুর সদর বাজারে অভিযান চালিয়ে তাদের নিকট থেকে ১৫শ টাকা অর্থদন্ড আদায় করে বলে জানা গেছে । এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি ফজলুর রহমান ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার জানান, দেশে আবার করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।