লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় চলমান মহামারি করোনাভাইরাসের জন্য কর্মহীন চা বিক্রেতা, নাপিত ও জুতা সেলাইকারী মোট ১৪০ জন ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করেছে নাটোরের জেলা প্রশাসক।
বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসের জন্য পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
মানবিক সহায়তা প্রদানের পূর্বে জেলা প্রশাসক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মঞ্জিল পুকুর প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, বণিক সমিতির সভাপতি বদিউর রহমান বদর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, পৌর মেয়র রোকসানা মোর্তুজা লিলি প্রমুখ।