লালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে জনসভা


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে জনসভার আয়োজন করেছে লালপুর উপজেলা আওয়ামী লীগ।  ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালপুর মহিলা ডিগ্ৰি কলেজ মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে।
মূলতঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণার মূল লক্ষ্য হয়ে ওঠে এই সভা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মোর্তজা বাবু, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন পলাশ, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র ও রোকসানা মোর্তজা লিলি প্রমুখ।
জনসভার শেষে একটি বিশাল রেলি বের করে গোপালপুর পৌরসভার সামনে দিয়ে ঘুরে এসে আবারো গোপালপুর মহিলা ডিগ্রী কলেজের সামনে এসে শেষ হয়।