
নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, নিয়মিত চেক পোস্টের অংশ হিসেবে পুলিশ উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বাথান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় উপরে ডিউটি করছিল। এ সময় অজ্ঞাত ব্যাক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ সেখান থেকে নাম্বার বিহীন একটি লাল রংয়ের অ্যাপাচি মোটরসাইকেল এবং একটি শটগান ও তিনটি কাটা রাইফেল, শট গানের ২৫ রাউন্ড তাজা গুলি এবং কাটা রাইফেলের ৯৭ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া ব্যাক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।