বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু হবে আগামীকাল।(২৪ অক্টোবর)। হোবার্টে প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
রোববার (২৩ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেন টাইগার অধিনায়ক। সেখানে তিনি জানিয়েছেন, ‘‘প্রতিপক্ষ ছোট কিংবা বড় এরকম কিছু ভাবছি না। গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচেই একইরকম প্রস্তুতি আমাদের। সব প্রতিপক্ষের বিপক্ষেই চেষ্টাটা সমান থাকবে।’’
সাম্প্রতিক সময়ে টাইগারদের ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন দেশের ভক্ত-অনুরাগীরা থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টও। এমতাবস্থায় দলের সেরা ব্যাটার লিটন দাসকে ওপেন না করিয়ে কেন তিন নম্বরে খেলানো হচ্ছে এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় সাকিবের সামনে।
সেই প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ওপর ক্ষেপে গিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই জিতবো, কিংবা ওপেনার ঠিক হয়ে গেলেই আমরা জিতবো?
বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে টাইগার অধিনায়ক বলেন, ‘‘দেখুন এখানে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আছে। এই পাঁচটি ম্যাচের প্রস্তুতি আমরা নিয়ে এসেছি। এখানে আমাদের যার সাথেই খেলা তার সাথেই আমাদের প্রস্তুতিটা একইরকম থাকবে, সেটাই থাকা উচিত। সেটা নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, সেটা ভারত, সেটা পাকিস্তান, অথবা জিম্বাবুয়ের সাথে হোক, প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসবে না। চিন্তাতেও কোনো পরিবর্তন আসবে না।’’
তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে নতুন কিছু হতে পারে বলে আভাস দিয়েছেন পোষ্টারবয় সাকিব। জানিয়েছেন এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আমরা আগে কোনো বিশ্বকাপে করিনি।
সাকিবের মতে, ‘‘যদিও এভাবে কখনো চিন্তা যে চ্যালেঞ্জটা আমার নিতে হবে বা নিজেকে প্রমাণ করতে হবে। এখানে আমরা একটি বিশ্বকাপ খেলতে এসেছি বাংলাদেশের জন্য, খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জন্য। এমন একটা ফরম্যাট, যেখানে আমরা কখনোই এর আগে ভালো করিনি। কিন্তু আমি বিশ্বাস করি এই বিশ্বকাপের আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আমরা আগে কোনো বিশ্বকাপে করিনি।’’