লিভ-ইন করতে বাড়ি কিনলেন অনন্যা?


আদিত্য রায় ও অনন্যা। ছবি : এক্স থেকে নেওয়া

ছোট ক্যারিয়ারে নেই তেমন কোনো ব্যবসাসফল সিনেমা নেই। তবুও প্রায় আলোচনায় থাকেন অনন্যা পাণ্ডের।তবে সেটা সিনেমার চেয়ে প্রেম নিয়ে।

সনাতন ধর্মীয় উৎসব ধনতেরাসের দিনে অনন্যা পাণ্ডে নতুন বাড়ি কেনার খবর শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে । তিনি লিখেছেন, আমার নিজের বাড়ি। আমার নতুন শুরু আপনাদের সবার ভালোবাসা চাই। অনন্যার এই পোস্ট দেখে ফের হইচই। গুঞ্জনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, তিনি নাকি এবার বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতেই থাকতে চলেছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তার নাকি লিভ-ইন সম্পর্কে থাকার পরিকল্পনা। আর লিভ-ইন পার্টনার নাকি আদিত্য রায় কাপুরই! তবে এ ব্যাপারে কিন্তু মুখ খোলেননি তারা কেউ।