শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে


বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৩৪ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের এই সংখ্যাটি গত সাড়ে ৭ মাসে সবচেয়ে কম। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা দেড় গুণ বেড়েছে।

২৪ ঘণ্টায় এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত ৯ মে। সেদিন ৬৩৬ রোগী কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। কোরবানির ঈদের পর দিনে শনাক্ত রোগী শনিবারই প্রথম হাজারের নিচে নামল।

গত ২ অগাস্ট কোরবানির ঈদের পর দিন ৮৮৬ রোগী শনাক্ত হয়েছিল। সেদিন মাত্র ৩ হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষা হয়েছিল।নতুন শনাক্ত ৮৩৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৮ হাজার ৯৯ জন হয়েছে।

শনিবার বিকালে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন যত রোগী শনাক্ত হয়েছে, তার দ্বিগুণ সুস্থ হয়ে উঠেছেন। সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মোট ৩০ জনের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর সংখ্যা নিয়েছে ৭ হাজার ৪২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা হয়, যা আগের দিনের চেয়ে সাড়ে ৩ হাজার কম। গত সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা ৮ দশমিক ১৪ শতাংশ কমেছে, তার সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও ১৭দশমিক ৭৫ শতাংশ কমেছে। এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুর হার ও সুস্থতার হারও কমেছে।