শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন রাসিকের নতুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম


নিজস্ব প্রতিবেদক: মহানগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার কবরে পুস্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী হতে পদোন্নতি পাওয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নুর ইসলাম তুষার। রবিবার সকাল সাড়ে ১০টায় রাসিকের প্রকৌশল বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।

 

পুষ্পস্তবক অর্পণের পর শহীদ কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ সহ প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।