শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদে দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস ও জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বাদ জোহর রাজশাহী জেলা পরিষদর কার্যলয়ের নিজস্ব মসজিদে শহীদ বুদ্ধিজীবী ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাসুদ-ই-মোহাম্মদ ও প্রধান হিসাররক্ষক আব্দুল মান্নান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।