শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচন


শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারী) সকাল ৮টায় পৌরসভার ৯টি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোট গ্রহন শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি চোখে পড়ার মত।

কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তার জন্য র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমান আদালত। এখানে মোট ভোটার সংখ্যা ১৬ হাজর ৫০০ জন।

মেয়র পদে আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হয়েছেন। এখন শুধু কাউন্সিলর পদে ভোট গ্রহন চলছে।

এদিকে, এ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার (২৯ জানুয়ারী) দিবাগত রাত ৩ টার দিকে বারইখালী গ্রামে দুই কাউন্সলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে এক কাউন্সিলর প্রার্থীসহ উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।