এ.এস. সুমন, স্টাফ রিপোর্টার: আগামী ০৯ অক্টোবর ২০২৪ খ্রি. হতে ১৩ অক্টোবর ২০২৪ খ্রি. পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
আজ ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার মোহম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রাজশাহী মহানগরী পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১)(ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় ৯ অক্টোবর ২০২৪ খ্রি. হতে ১৩ অক্টোবর ২০২৪ খ্রি. পর্যন্ত সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামণ্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে যে কোন ধরনের মাদকদ্রব্য যথা-দেশী ও বিদেশি মদ, স্পিরিট/অ্যালকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।