নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহযোগিতায় শাহ মখদুম থানা আওয়ামী লীগের আয়োজনে শাহ মখদুম থানার অন্তর্গত সাংগঠনিক ৭টি ওয়ার্ডের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শাহ মখদুম থানা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, শাহ মখদুম থানার অন্তর্গত সাংগঠনিক ৭টি ওয়ার্ডের ১৪০০ শীতার্ত মানুষের প্রত্যেককে একটি করে কম্বল প্রদান করা হয়।
শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলমের সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শাহুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ কুমার দে সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৭টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।