রাবি প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক প্রফেসর এম আমিনুল ইসলাম।
আজ রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর-এর দায়িত্ব পালন করেন।
অধ্যাপক আমিনুল ইসলাম জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ফিজিক্স এসোসিয়েশন-এর সভাপতি ছিলেন। আগস্ট ২০১৬ থেকে অদ্যাবধি টিএমএসএস-এর এডভাইজার এবং জুলাই ২০২১ সাল থেকে টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টার বাস্তবায়নের জন্য স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসা শুরু হবার পর ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান হিসাবে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হবার পর কানাডিয়ান কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিক্সে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি দুই দফা পোস্টডক্টরিয়াল ফেলোশিপ লাভ করেন। ১৯৯৯ ও ২০০১ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওকরিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে ভিজিটিং স্কলার হিসাবে গবেষণা করেন। প্রফেসর ইসলাম ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমতির সভাপতি ও ১৯৯৬ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন।