ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার হতে গ্রাহকের প্রায় ১ কোটি টাকা নিয়ে ‘ইতিহাস ফাউন্ডেশন’ ও ‘সোনার বাংলা’ নামের দুটি এনজিও লাপাত্তা হয়েছে। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এনজিও দুটির প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায় অফিস তালাবদ্ধ। বিষয়টি নিশ্চিত হবার জন্য বিল্ডিংয়ের মূল মালিক ও স্থানীদের সাথে কথা বললে তারা জানান, প্রায় ১ বছর যাবত এনজিও কর্তৃপক্ষ নিয়মিত অফিস পরিচালনা করেনা।
বেশিরভাগ সময় তাদের অফিস তালাবদ্ধ অবস্থায় থাকে। তবে কিছুদিন থেকে তাঁরা অফিসে আর আসেনা৷ স্থানীয়রা আরও জানান, প্রতিদিন অফিসের সামনে গ্রাহকেরা তাদের টাকা ফেরত বা উত্তোলনের জন্য ভিড় করে। কিন্তু এনজিও মালিক ও কর্মীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় তাঁরা তাদের জমানো অর্থ ফেরত না পেয়ে হতাশা নিয়ে গ্রাহকগণ ফিরে যান।
এ বিষয়ে সাহাপাড়া বটতলা মোড় এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম জমানো ৩ লক্ষ টাকা ফেরত দিচ্ছেনা বলে কান্না জড়িত কন্ঠে বলেন তার স্ত্রী ও বাবা আফজাল হোসেন। আফজাল হোসেন আরও অভিযোগ করেন যে, তাদের লভ্যাংশটাও এনজিও কর্তৃপক্ষ নিয়মিত দেননি।
এ ব্যাপারে ইতিহাস ফাউন্ডেশন এনজিও’র মালিক একই এলাকা তারাপুর গ্রামের মোঃ নাসির উদ্দিন জানান, আমরা চরম চাপে রয়েছি। গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারায় প্রতিদিন বিচার শালিস হচ্ছে, আপনারা বিরক্ত করিয়েন না বলে ফোন কেটে দেন।