
স্থানীয়রা জানিয়েছেন,সকালে সোনা মসজিদ থেকে ছেড়ে আসা একটি পেঁয়াজ ভর্তি ট্রাক খড়কপুর এলাকা অতিক্রম করছিল। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেল ট্রাকটি ওভারটেক করতে যায়। এতে মোটরসাইকেল চালক ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ট্রাক এবং মোটরসাইকেলটি ঘটনাস্থলেই রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।