শিবগঞ্জে মৎস্যচাষীদের সঙ্গে মতবিনিময় ও মাছচাষ প্রদর্শনী


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত উন্নত প্রযুক্তিতে মাছচাষ, ও পাংগাস মাছচাষ প্রদর্শনী সংশ্লিষ্ট প্রদর্শক চাষি ও প্রভাবিত চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মুসলিমপুর সোহাগ মৎস্য খামারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. তোফাজ্জেল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসচিব (মৎস্য পরিকল্পনা-২ শাখা) মোহা. মোজাম্মেল হক, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও মাছচাষীরা উপস্থিত ছিলেন।
পরে পাংগাস মাছচাষ প্রদর্শনী করা হয়। শেষে চাঁদপুরদহ মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. তোফাজ্জেল হোসেন।