
রবিবার সকালে পুখুরিয়া মহিলা কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪৩-চাঁপাইনবাবগঞ্জ-১আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমে্মদ শিমুল।
পুকুরিয়া মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মামুন উর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী, বীরমুক্তিযোদ্ধা নজরল ইসলাম ও জাতীয় পঙ্গু হাসপাতালের সাবেক যুগ্ম পরিচালক ডাঃ তরিৎ কুমার সাহাসহ অন্যরা।
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।