
সোমবার(১৪ আগস্ট) বিকাল তিনটায় দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কাবাডি ফাইনাল খেলার সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, মাহবুবা খাতুন মায়া, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমুখ।
উক্ত কাবাডি প্রতিযোগিতায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল সাত্তার মিয়া।
খেলোয় স্কোর বোর্ডের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক সোহেল রানা, প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ ও ইয়াছিন আলী, সহযোগী রেফারির দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক মানিক হোসেন ও মোর্শেদ আলম খান।
খেলায় আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় ফাইনাল অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় মোট চারটি দল অংশ গ্রহণ করেন। স্কোর আটঘরিয়া সরকারি উচ্চ বিদালয় ২৪ পয়েন্ট পেয়ে বিজয় লাভ করেন, এবং দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় ২৩ পয়েন্ট পরাজিত হন। ধারা বর্ননায় ছিলেন শিক্ষক ফারুক হোসেন ও শফিকুল ইসলাম।