শেখ হাসিনা কাঁদলে দেশ কাঁদে, তিনি হাসলে দেশের মানুষ হাসে -খাদ্যমন্ত্রী


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, শেখ হাসিনা কাঁদলে দেশ কাঁদে। শেখ হাসিনা হাসলে দেশের মানুষ হাসে। তাই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় হাসি ফুটেছে বাংলার মানুষের ঘরে ঘরে। শিক্ষা – দীক্ষা, রাস্তা- ঘাট, স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটেছে দেশে। তিনি রবিবার নিয়ামতপুর উপজেলার ছাতড়ায় এলজিইডি ব্যবস্থাপনায় নিয়ামতপুর -শিবপুর উপজেলা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন।

 

তিনি আরও বলেন, বরেন্দ্র অ লের উন্নয়নে বিভিন্ন দপ্তরের উন্নয়নসহ এ অ লের শিক্ষার প্রসার ঘটাতে খুব শিঘ্রই নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সে লক্ষেই এ অ লের সড়ক, মহাসড়ক ও গ্রামীন সড়কের উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে।

 

এলজিইডির উপসহকারী প্রকৌশলী বজলুর রশিদেও সঞ্চালনায়  উদ্বোধনী সভায় সভাপতিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। এ সময় বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদেও চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটোয়ারী, নিয়ামতপুর উপজেলা প্রকৌশলী নূওে আলম সিদ্দীকী, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক রঞ্জিত সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমূখ।

 

এলজিইডি সুত্রে যানা যায় প্রায় ১২ কিলোমিটার এ সড়কে নির্মান ব্যায় হচ্ছে ১২কোটি ৮লাখ ৭৪ হাজার টাকা।