শেষ তিন টেস্টে অপরিবর্তিত দল নিয়ে খেলবে অস্ট্রেলিয়া


আগামী রোববার মেলবোর্নে শুরু হবে বক্সিং-ডে টেস্ট। সিডনি ও হোবার্টে পরের দুই ম্যাচ ৫ ও ১৪ জানুয়ারি শুরু হবে। অ্যাশেজের শেষ তিন টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই দলে কোনো পরিবর্তন আনেনি তারা। অপরিবর্তিত দল নিয়ে শেষ তিন টেস্টে খেলবে অসিরা।

ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, কোনো ম্যাচ না খেললেও ১৫ সদস্যের এই দলে টিকে গেছেন লেগ স্পিনার মিচেল সোয়েপসনও।

অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, জাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।