শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে খিদিরপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত 


পাবনা প্রতিনিধি : জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার আয়োজনে সাংগঠনিক সম্পাদক লতা রানির নেতৃত্বে শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উৎসব উপলক্ষে খিদিরপুর বাজারে এক শোভাযাত্রা বের করা হয়।

এসময় খিদিরপুর দক্ষিণপাড়া দূর্গা কালি মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে খিদিরপুর
বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দূর্গা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার বানিয়ার্স, জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি শ্রী নিখিল চন্দ্র বাগদি,
আদিবাসী নেতা তাপস বানিয়ার্স, বিপ্লব বানিয়ার্স, সন্তোষ কুমার সরকার, নরেশ চন্দ্র সরকার সহ অনেকেই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।