শ্রেষ্ট সড়ক যোদ্ধা সম্মাননা স্মারক পেলেন ওয়ালিউর রহমান বাবু


স্টাফ রিপোর্টার: শ্রেষ্ট সড়ক যোদ্ধা সম্মাননা স্মারক পেয়েছেন সড়ক যোদ্ধা, সমাজ সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু। ১৯ অক্টোবর রাজশাহী শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ আয়োজনে এটি তাকে প্রদান করেন নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কঞ্চন। ওয়ালিউর রহমান বাবু “নিরাপদ সড়ক চাই” আন্দোলনের শুরু থেকেই ভূমিকা রেখে আসছেন। তিনি ২০১৮ সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবীর আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। শিক্ষার্থীদের আগস্ট গণআন্দোলনে ট্রাফিক ব্যবস্থা অচল হয়ে পড়লে তিনি ট্রাফিক ব্যবস্থা নিয়েন্ত্রণে ভূমিকা রাখেন। এছাড়াও করোনা কালীন সময় জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ঝুঁকি উপেক্ষা করে কাজ করেছেন।