শ্রেষ্ঠ এএসআই ফুলবাড়ীর কৃতিসন্তান শওকত


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : কর্মস্থলে কৃতিত্বপূর্ণ কাজের জন্য রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শন (এএসআই) নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃতিসন্তান মো. শওকত আলম সিদ্দিকী। শওকত আলম সিদ্দিকী উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান আলীর ছেলে। তিনি বর্তমানে গাইবান্ধা সদর থানায় কর্মরত আছেন।

চলতি বছরের আগষ্ট মাসে রংপুর রেঞ্জে ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন কার্যক্রমে অবদান রাখায় শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শন (এএসআই) নির্বাচিত হন। তাকে সম্মাননা স্মারকপূর্বক ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। এ সময় রংপুর রেঞ্জের পুলিশের অন্য উচ্চতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় কর্মরত ছিলেন শওকত। সেখানেও পাঁচ মাসে ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন কার্যক্রমে অবদান রাখায় শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শন (এএসআই) হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছিল।

শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শন (এএসআই) শওকত আলম সিদ্দিকী একজন সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাঁর মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ দেশবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

প্রেরক: