ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত-২ ওয়ার্ড সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন গোমস্তাপুরের নারী নেতৃত্ব শামীমা জাহান সারা। তিনি ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে তার ভোটার, কর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
জনগণের পাশে থেকে উন্নয়ন করার প্রত্যয় নিয়ে আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হিসেবে ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জের সাতটি ইউনিয়ন নিয়ে নিয়ে গঠিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন এই সফল নারী উ˜দ্যাক্তা শামীমা জাহান সারা।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহফুজা খাতুন, বিভিন্ন ওয়ার্ড সদস্য, সংরক্ষিত সদস্য সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় শামীমা জাহান সারা তার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারদের কাছে তাদের মূল্যবান ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, আমাকে নির্বাচিত করলে এলাকার বিভিন্ন উন্নয়নসহ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো বলে জানান।
তিনি ব্যক্তিজীবনে এসজেএস কমিউনিটি হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সাাধারণ সম্পাদক। তিনি নির্বাচিত হলে মানবসেবায় নিজেকে বিলিয়ে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন।