সবার কাছে ক্ষমা চাইলেন ম্যাথিউস


অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি : এএফপি

সময়টা খারাপ যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি। তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে, বৃষ্টিতে ভেসে গেছে এক ম্যাচ। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কাছে হারা ম্যাচ দুটিতে উপহার দিতে পারেনি ভালো ক্রিকেট। নেপালের সঙ্গে তো পরিত্যক্তই হয়েছে।

শ্রীলঙ্কার সর্বশেষ ম্যাচ আগামীকাল সোমবার (১৭ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে। যে ম্যাচের জয়-পরাজয়ে বদলাবে না ভাগ্য। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর পুরো দলের পক্ষ থেকে ক্ষমা চাইলেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। নিজ দেশের সবার কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের সম্মান ডুবিয়েছি।’

ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন মতে ম্যাথিউস বলেন—‘আমরা পুরো জাতিকে লজ্জায় ফেলেছি। এটি কষ্টকর। আমি দলের পক্ষ থেকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইছি। আপনাদের আমরা ডুবিয়েছি। তবে এতটুকু বলতে পারি, আমরা কোনো ম্যাচকেই হালকাভাবে নেইনি। ফল আমাদের পক্ষে আসেনি, এটি দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়।’

এদিকে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখছে একাধিক অঘটন। শ্রীলঙ্কা ছাড়া বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো ফেভারিট দলগুলোর। অন্যদিকে, যুক্তরাষ্ট্র জায়গা করেছে সুপার এইট। গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছে দলটি। অঘটনের এই আসরে লঙ্কানদের চাওয়া শেষটা অন্তত ভালো হোক। তাতে, কিঞ্চিত হলেও লজ্জায় প্রলেপ দেওয়া যাবে।