দেশ থেকে সরকারের কেউ পালাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘শেখ হাসিনাকে পালানোর সুযোগ দেওয়া হবে না’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা কি পালায়? উল্টো দেশে আসে। বঙ্গবন্ধুও এ দেশ থেকে পালিয়ে যাননি।
আব্দুর রাজ্জাক বলেন, জনগণকে নিয়ে রাজনৈতিকভাবেই যত হুমকি আসুক আমরা সেটা মোকাবিলা করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমাদের দায়িত্ব দেশবাসী ও মানুষের শান্তি নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব সরকারকে সমর্থন করা।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট তো আমরা দেই না বা দিতেও বলি না। বাস মালিকরা যদি হরতাল বা ধর্মঘট করে তাহলে তাদের কাছ থেকেই জবাব নিতে হবে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।