সহকারি শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবীতে নওগাঁয় মানববন্ধন


নওগাঁ প্রতিনিধি: ২০১৪ সালের স্বগিত ও (২০১৮) সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠেন সামনের সড়কে সহকারি শিক্ষক প্যানেল বাস্তবায়ন কমিটি ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহবায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল প্রত্যাশী ববিতা, মৌসুমী, লিটন, ওমর, ও অভিভাবক হিমাংশ রায়, জিল্লুর রহমান, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক আব্দুল মান্নানসহ প্রমুখ।

বক্তরা ২০১৪ সালের স্বগিত ও (২০১৮) সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবী জানান। এছাড়াও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন বক্তরা।