আফতাব হোসেন, চাটমোহর প্রতিনিধি: দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে পাবনার চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক রোজিনা ইসলামে বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে পাবনার চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায় চাটমোহর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে চাটমোহর থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে.এম আনোয়ারুল ইসলাম, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস, এম মিজানুর রহমান, অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু, চড়–ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, চ্যানেল টোয়েন্টি ফোরের পাবনা প্রতিনিধি শাহীন রহমান, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, প্রভাষক ইকবাল কবীর রনজু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি জিয়ারুল হক সিন্টু, সামাজিক সংগঠন চেতনায় চাটমোহরের প্রতিষ্ঠাতা ও চিত্র গৃহের পরিচালক জেমান আসাদ, চাটমোহর যুব সোসাইটির দপ্তর সম্পাদক হুমায়ুন আহম্মেদ প্রমুখ এ মানব বন্ধনে বক্তব্য রাখেন।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, অনতিবিলম্বে তার মুক্তি ও তাকে হেনস্তা করার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা।
এসময় প্রেসক্লাবের কর্মকর্তাগণসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ’ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে স্বতস্ফুর্ত ভাবে অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।