ভারতের দক্ষিণী সিনেমার সফল অভিনেত্রী সাই পল্লবী। তামিল, তেলেগু ও মালায়ালাম সিনেমার দর্শকরা তার সাবলীল অভিনয়ে মুগ্ধ। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘লাভ স্টোরি’।
সিনেমাটির ‘সারাঙ্গা দরিয়া’ গান গত ২৮ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে মুক্তি পায়। প্রকাশিত হওয়ার পর গানটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে। ২৫ দিনে এ গানের ভিউ দাঁড়িয়েছে ১৫০ মিলিয়নের বেশি।
গানের কথা লিখেছেন সুদালা অশোক তেজা, সংগীত পরিচালনা করেছেন পবন। গানটি তেলেঙ্গানার একটি লোকসংগীত দ্বারা অনুপ্রাণিত হয়ে রচনা করেন সুদালা।